কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
বিদ্যুৎ তেল গ্যাসের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পানি সমস্যাসহ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গতকাল বুধবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় মডেল স্কুল মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি’র সহসভাপতি আবুবকর বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, ইকরামুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা হারুণ-অর রশিদ, রুস্তম কবির, মোস্তফা শাহিদ, মিজানুর রহমান সান্টু, আতিয়ার রহমান, লিয়াকত আলী, ফরিদ আহমেদ, আব্দুর রশিদ, শরাফৎ হোসেন পুটকে, যুবদল নেতা মোহাম্মদ আলী, সাজ্জাদ হোসেন, খাইরুল ইসলাম, শাহরিয়ার রহমান মামুন, স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান সিদ্দিকী, মিজানুর রহমান মজনু, আবুল হোসেন, ছাত্রদল নেতা আশরাফুজ্জামান খান মুকুল, এম এ মামুন, কামাল হোসেন, হিরা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ফারুকুল আলম শেখা।