বি. এম. ওয়াদুদ, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে
ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর ইউনিয়নের কৃষি ব্লক সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে কৃষকদের ডিজেল ভর্তুকির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া হয়েছে। বঞ্চিত কৃষকরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অতিরিক্ত পরিচালকের কাছে লিখিত অভিযোগ প্রদান করেছেন বলেও জানা গেছে।
অভিযোগপত্রে বলা হয়, ২০০৭-০৮ অর্থ বছরে সরকার প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে ডিজেল চালিত সেচযন্ত্রের মাধ্যমে আবাদকৃত ফসলের উপর ভর্তুকির নগদ টাকা বিতরণ করেন। ভর্তুকির এ টাকা কোটচাঁদপুর উপজেলার বলুহর ব্লক সুপারভাইজার হাবিবুর রহমান কৃষকদের তালিকা করে টাকা উত্তোলন করে কৃষকদের না দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। তিনি কাগমারী গ্রামসহ ওই এলাকার কৃষকদের নামে টাকা বিতরণ দেখিয়ে ভুয়া টিপসই দিয়ে টাকা আত্মসাৎ করেন। হাতে গোনা কিছু কৃষককে টাকা প্রদান করে বিষয়টি গোপন রাখার তাগিদ দিয়ে ভর্তুকির টাকার বিষয় গোপন রাখেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তিনি নানা অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
কৃষকরা বলেন, ব্লক সুপারভাইজার টাকা আত্মসাৎ করতে গিয়ে একই ব্যক্তির নাম একাধিকবার লিখে টাকা প্রদান দেখানো এবং একই বাড়ির একাধিক ব্যক্তির নামে টাকা প্রদান করা হয়েছে মর্মে ভুয়া টিপসহি দেখিয়ে খাতাপত্র তৈরী করে অফিসে জমা দেন। যা সরেজমিন তদন্ত করলে বেরিয়ে আসবে।
এছাড়া সুপারভাইজার হাবিবুর রহমান বলুহর ব্লকে তার জন্য বরাদ্দকৃত কোয়ার্টার (বাসা)টি অন্য লোকের কাছে ভাড়া দিয়েছেন। ভাড়া গ্রহণকারী আঃ মান্নান দীর্ঘদিন থেকে ওই বাড়িতে বসবাস করে নিজের বলেও দাবি করে থাকেন এমন অভিযোগও করা হয়েছে। এ ব্যাপারে ব্লক সুপারভাইজার হাবিবুর রহমানের সাথে ভর্তুকির টাকা আত্মসাতের ব্যাপারে আলাপ করলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, এটি অনেক দিনের পুরাতন ভর্তুকির টাকা। ওই সময় যেসব কর্মকর্তারা ছিলেন বর্তমানে আর তারা এখানে কর্মরত নেই, ওই সমস্ত কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষেই আমি উক্ত টাকা প্রদান করেছি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সচেতন মহল।