ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখাকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক একটি নতুন জাহাজ সরবরাহ করা হয়েছে। পারস্য উপসাগরে মোতায়েন বিপ্লবী গার্ড বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে এ জাহাজ হস্তান্তর করা হয়। জাহাজটি সম্পূর্ণ দেশীয় নক্সা ও প্রযুক্তিতে নির্মিত বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ।
জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাইফুল্লাহ বাখতিয়ারভান্দ জানান, বিশেষ করে পারস্য উপসাগরের উত্তর ও মধ্যাঞ্চলের গুরুত্ব বিবেচনা করে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা সন্তোষজনক পর্যায়ে নেয়া দরকার। এ কারণে নতুন জাহাজ সরবরাহ করা হলো। ওই এলাকায় বিপুল পরিমাণ তেল ও গ্যাস রয়েছে বলে ইরানের এ কমান্ডার উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানের এসব শক্তি ও সক্ষমতা অর্জনের অন্যতম উদ্দেশ্য হলো- এ অঞ্চলের মুসলিম এবং প্রতিবেশি দেশগুলোর শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করা।
বাখতিয়ারভান্দ বলেন, সিরাজ এবং জুলফিকারের সঙ্গে নতুন এ জাহাজ যোগ হওয়ায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা বেড়ে অনেক বেড়ে যাবে।
২০১০ সালে ইরান দ্রুতগতি সম্পন্ন সিরাজ এবং নতুন প্রজন্মের জুলফিকার জাহাজ চালু করে। এ ছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে ইরান নানা ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করেছে। দেশটি এখন সামরিক ক্ষেত্রে এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।