নাটোর জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব, সাধারন সম্পাদক বাবুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এ হাই তালুকদার ডালিম সিংড়া উপজেলা যুবদলের দলীয় পদ বিক্রি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে বুধবার ও বৃহস্পতিবার কয়েকটি পত্রিতায় সংবাদ প্রকাশিত হয়। আর ওই সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, উপজেলা যুবদল স্বচ্ছ ও গঠনতামিত্মক ভাবে গঠন করা হয়েছে। টাকার বিনিময়ে কেউ পদ পায়নি। যোগ্যতার ভিক্তিতে পদ পেয়েছেন। আমরা প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এ্যাড. মুজিবর রহমান মন্টু. যুগ্ন সম্পাদক দাউদার মাহমুদ, উপজেলা যুবদল সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সেচ্চাসেবদ দলের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল-কাফি, ছাত্রদল নেতা শামিম হোসেন ও রফিকুল ইসলাম বুলেট এসময় উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা যুবদলের কমিটি নিয়ে জেলা যুবদল নেতাদের বিরম্নদ্ধে আমার যে বক্তব্য দেয়া হয়েছে তা সঠিক নয়। আর আমি কোন সাংবাদিক এধরনের বক্তব্য দেয়নি। রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপনণ করতে উক্ত সংবাদে আমাকে সম্পৃক্ত করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং বস্ত্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।