শৈলকুপা (ঝিনাইদহ) থেকে : শিহাব মল্লিক
শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপার হুদা মাইলমারি গ্রামের স্কুল শিক্ষক আজিজুর রহমানের প্রায় ২’শ গাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার সকালে হুদা মাইলমারি মাঠের বাগানে ৪ বছর বয়সী কাটা গাছগুলো পড়ে থাকতে দেখে এলাকার কৃষকরা।
এলাকাবাসী জানায়, হুদা মাইলমারি গ্রামে কয়েকটি সামাজিক দলের মধ্যে বিরোধ চলে আসছে। এর ফলে এলাকায় কাইজা, সহিংসতা ঘটে আসছে। কিন্তু গাছের সাথে শত্রুতায় অনেকেই অবাক হয়েছে। রাতভর বনজ বৃক্ষগুলো কেটে দুবৃর্ত্তরা নির্বিগ্নে পালিয়ে গেছে। এসব ঘটনায় কেউ আটক হয়নি বা পুলিশও এ সকল দুবৃর্ত্তদের আটকে তৎপর নয় বলে কৃষকদের অভিযোগ করেছে।
মেহেগনি বাগানের মালিক মান্দারী পাড়া রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান জানান, ৪ বছর পূর্বে ৫-৬ বিঘা জমি জুড়ে মেহেগনি গাছের বাগান করেন। এতদিনে সার ঔষধ সহ নিয়মিত ভাবে বনজ বৃক্ষগুলোর পরিচর্যা করে আসছেন। শুক্রবার রাতে কে বা কাহারা তার বাগানের প্রায় ২’শ গাছ কেটে দেয় বলে তিনি জানান। প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
হুদা মাইলমারি গ্রামের কৃষক আববাস উদ্দীন ও জাহাঙ্গীর হোসেন ও ক্ষতিগ্রস্থ বাগান মালিক বলেন, পুলিশের কাছে এসব ব্যাপারে অভিযোগ দিলেও পুলিশ প্রতিকার করতে এগিয়ে আসে না। উল্লেখ্য এর আগেও হুদা মাইলমারি গ্রামের ফলজ ও বনজ বৃক্ষ কাটার ঘটনা ঘটছে। শৈলকুপা থানার ওসি আহসান হাবিব জানান মেহগনি গাছ কাটার ব্যাপারে তদমত্ম করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।