ভারতের নির্বাচন সামনে রেখে রাজনীতিতে প্রবেশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এ নিয়ে নানাভাবে কটাক্ষ করছে ক্ষমতাসীন বিজেপি। শুক্রবার বিহারের বিজেপি দলীয় মন্ত্রী বিনোদ নারায়ণ ঝাঁ বলেন, ‘প্রিয়াঙ্কা সুন্দরী, কিন্তু রাজনীতিতে তার কোনও কৃতিত্ব বা পারদর্শিতা নেই, রাজনীতির র-ও বোঝেন না তিনি।’
বিজেপি মন্ত্রীর এমন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক, অনেকে বলছেন, মন্তব্যটি লিঙ্গ বৈষম্যমূলক।বিনোদ নারায়ণ ঝাঁ আরও বলেন, ‘সুন্দর মুখ দেখিয়ে ভোটে জেতা যায় না৷ মনে রাখতে হবে উনি জমি কলেঙ্কারিসহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত রবার্ট ভদ্রের স্ত্রী৷ পুরো বিষয়টি কংগ্রেসের একটা কৌশল।’
এর আগে বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদীও প্রিয়াঙ্কা গান্ধী প্রসঙ্গে বলেন, ‘নতুন প্রজন্মকে নেতৃত্বে আনতে চাইছে কংগ্রেস৷ কিন্তু তার সঙ্গেই জড়িয়ে রয়েছে এক অভিযুক্তের নাম৷’র আগে কংগ্রেস জানায়, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে দলের সাধারণ সম্পাদক হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। আপাতত পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নেবেন তিনি। মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলী থেকে লোকসভা ভোটে লড়তে দেখা যেতে পারে তাকে।