আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ হানাদারমুক্ত দিবস উপলক্ষে মৌলভীবাজারের চাঁদনীঘাট স্মৃতিস্তম্ভে শনিবার পুষ্পমাল্য অর্পণ ও বিজয় র্যালি বের করা হয়।মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, আওয়ামী লীগ-যুবলীগ, বাসদ, সাংস্কৃতিক কর্মী সংসদসহ বিভিন্ন সংগঠন।এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান।উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান, আওয়ামী লীগ নেতা আজমল আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামালউদ্দিন, জাসদ নেতা আব্দুল হক, নাজিমউদ্দিন নজরুল, হাসান আহমদ রাজা, সাংস্কৃতিক কর্মী আনোয়ার হোসেন দুলাল প্রমুখ।পরে একটি বিজয় র্যালি চৌমোহনা প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।