এম. বেলাল হোসাইন, সাতক্ষীরাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। তাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে কোন প্রহসন মূলক নির্বাচন হতে দেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হলে জনগনকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে ভোট ডাকাতি হবে বলে আশংকা করেন তিনি।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শিল্প কলা একাডেমী মিলনায়তনে জেলা তাঁতীদলের এক কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, জেলা তাঁতীদলের সভাপতি রফিকুল আলম বাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তাঁতীদলের সভাপতিদ হুমায়ুন ইসলাম খান, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সৈয়দ ইফতেখার আলী, কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় নেত্রী নিশাত সীমা, জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, চেয়ারম্যান আব্দুল আলিম, শহিদুল ইসলাম, নাজমুল হুদা, আব্দুস সামাদ, আবুল হাসান হাদী, হোসনে আরা মমতাজ, ফরিদা আক্তার বিউটি, আইনুল ইসলাম নান্টা, খোরশেদ আলম প্রমুখ।
কর্মী সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোদাচ্ছেরুল হক হুদা। সভায় প্রধান অতিথি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করে ৭৫’ এর বাকশাল কায়েম করেছে। সারাদেশে হত্যা, গুম, ধর্ষন,চাঁদাবাজী, লুটতরাজ ছাড়া কোন সুসংবাদ দিতে পারছে না। নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া। মানুষের মনে আজ শান্তি নেই। সরকারের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র মোটেই নিরাপদ নয়। তাই এ সরকারের মুখ দেশের জনগণ দেখতে চায় না। দেশের মানুষ চায় নির্বাচন। আর নির্বাচনের জন্য দরকার তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপির সকল নেতা কর্মী ও সমর্থককে রাজপথে থেকে সকল কর্মসূচি সফল করার আহবান জানান তিনি।