মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা ঃ
দূর্নীতি দমন কমিশন এর আর্থিক সহায়তায় ঝিনাইদহের মহেশপুরে জি,এইচ,জি,পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে।
গত রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদকের) অর্থায়নে ও মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সততা ষ্টোরের উদ্ধোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সততা ষ্টোর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ হানিফ,সাধারন সম্পাদক আবুল হোসেন লিটন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, জি, জি,এইচ,জি,পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ।
এর পূর্বে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ফিতে কেটে সততা ষ্টোরের উদ্বোধন করেন।