স্টাফ রিপোটৃার,মহেশপুরঃ
মাছ চাষে গড়বো দেশ,বঙ্গ বন্ধুর বাংলাদেশ“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বাতী শীলের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন,সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা তাজুল ইসলাম,শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল ইসলাম,উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি লক্ষন কুমার হালদার প্রমুখ।
এর পুর্বে উপজেলা পরিষদ চত্তর থেকে জাতীয় মৎস্য সপ্তাহের একটি বনাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল ইসলামের উদ্যোগে কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।