মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গত শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকার সলেমানপুর গ্রামের তজিম উদ্দিনে
র বাড়ী থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় পুলিশ মনজুরা খাতুন (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশের হাতে আটক মনজুরা খাতুন সলেমানপুর গ্রামের তজিম উদ্দিনের স্ত্রী।
থানা সূত্রে জানাগেছে, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবা পুলিশ ফাঁড়ীর এএসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সলেমানপুর গ্রামের তমিজ উদ্দিনের বাড়ীর খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এবং মনজুরা খাতুনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনজুরা খাতুনের স্বামী তমিজ উদ্দিন পালিয়ে যায়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।















