এ ঘটনায় তোলপাড় পড়েছে ভারতের দক্ষিণ-পূর্বের রাজ্য অন্ধ্রপ্রদেশে। অভিযোগ অস্বীকার করে নিহত কৃষকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
নিহত কৃষকের নাম কোটেশ্বর রাও ওরফে কোটাইয়া। চন্দ্রবাবুর হেলিকপ্টার নামার কিছুক্ষণ আগেই পেঁপে ক্ষেত থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এসময় স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
এলাকাবাসী বলছেন তার ক্ষেতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামতে দিতে অস্বীকার করায় এই পরিণতি হয়েছে কোটেশ্বরের। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও।
এ ঘটনায় বিজেপির পক্ষে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে এলাকাবাসী। ইতোমধ্যে ঘটনার তদন্তে প্রতিনিধি দল পাঠিয়েছে সে রাজ্যের অন্যতম বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস।