মহেশপুর(ঝিনাইদহ)থেকে অসিম মোদক
মহান শহীদ দিবস ও আমত্মর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে আলোচনা সভা, প্রভাত ফেরী, শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।দিবসের প্রথম প্রহরে মহেশপুর কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড.আব্দুল মালেক গাজী, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিল্পব,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, ,জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম প্রমূখ।
সকালে প্রভাত ফেরীসহ কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ, পৌর মাহিলা কলেজ,মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়,মহেশপুর পৌর মেয়রসহ কাউন্সিলরবৃন্দ, পৌর সভার কর্মকর্তাসহ কর্মচারী বৃন্দ, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দিন হামিদ,প্রচার সম্পাদক মুক্তার হোসেন, জেলা পরিষদের সদস্য এমএ আসাদ, শেখ হাসেম আলী,পামত্মাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারম্নন আর রশিদ। এছাড়া পৌর আওয়ামী লীগ, উপজেলা ও পৌর যুবলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, আমরা মুক্তি যোদ্ধার সন্তান,জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়,উপজেলা জাকের পাটি,ভ্যান শ্রমীক ইউনিয়ন,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এর পুর্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধের উপর রাতে শহীদ বেদীতে আলোচনা সভা ও সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।