মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে নেশাসক্ত স্বামী ও শ্বশুরের হাতে নিহত আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুফিয়া আক্তারের লাশের ময়নাতদন্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মথনপুর গ্রামে দাফন করা হয়েছে তাকে।
গত সোমবার দুপুরে নওদাগ্রামের স্বামীর বাড়ি থেকে থানা পুলিশ নিহত গৃহবধূ সুফিয়া আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে, নিহত আট মাসের অন্তঃসত্ত্বা সুফিয়া আক্তারের ঘাতক স্বামী মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামের নাজিম উদ্দীন ও তার বাবা আশরাফ হোসেন পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার ভোররাতে মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে শ্বশুরবাড়ি থেকে নেশার টাকা না পেয়ে স্বামী নাজিম উদ্দীন তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুফিয়া আক্তারকে (১৮) পিটিয়ে ও গলাটিপে হত্যা করে বলে অভিযোগ। পরে স্বামী নাজিম উদ্দীন ও তার বাবা আশরাফ হোসেন সুফিয়া আক্তারের মৃতদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে পালিয়ে যান বলে প্রতিবেশীরা জানান।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, নিহত গৃহবধূ সুফিয়া আক্তারের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।