চট্টগ্রামের সাথে লাগোয়া হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে পরিবেশ দুষণ ভয়াবহ আকার ধারন করেছে। পৌরসভা গঠিত হওয়ার পর থেকে গুরম্নত্বপুর্ণ অনেক জায়গায় ডাস্টবিন বসানো হয়নি। যার কারনে বাসা ও বহুতল ভবনের লোকজন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দুষিত করছে। পৌরসভার ৩ নং পূর্ব দেওয়ান নগর ওয়ার্ডে বহুতল ভবন গুলোর আশপাশে কোন ডাস্টবিন নেই । প্রতিদিন আজিজিয়া মজিদিয়া সড়ক দিয়ে ছোট বড় শত শত গাড়ি চলাচল করছে। অথছ পৌর কর্তৃপড়্গ পরিস্কার পরিচ্ছন্নতার জন ওই এলাকায় কোন ঝাড়ুদার নেই এবং ডাস্টবিনও বসানো হয়নি। এ ছাড়া অনেকে পুরাতন বাড়ির নতুন বর্ধিত অংশের ময়লার লাইন সরাসরি ড্রেনের সাথে জুড়ে দিচ্ছে। আবার কেউ কেউ প্রতিবেশীকে বিব্রত করতে †¯^”Qvq টয়লেটের ময়লার ট্যাঙ্কির লাইন ড্রেনে সংযোগ করে দিচ্ছে। ফলে দিন দিনই পরিবেশ বিপর্যয় বাড়ছে।
পূর্ব দেওয়ান নগর এলাকায় বহুতল ভবনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা গঠিত হওয়ার পর থেকে ৩ নং ওয়ার্ডের ঘনবসতি এলাকার অনেক বহুতল ভবন রয়েছে। সে সব ভবনের আশপাশে কোন ডাস্টবিন বসানো হয়নি। যার কারনে ভবনের ময়লা আ্বর্জনার গুলো যত্রতত্র স্থানে ফেলে পরিবেশ দুষিত করছে।
পৌরসভাকে সুন্দর পরিবেশ গড়ে তোলা ও রাসত্মাঘাট উন্নয়নের জন্য বর্তমান পৌর প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি পৌরসভার উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সরেজমিন স্থানীয় বাসিন্দারদের সাথে কথা হলে তারা জানান, পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শায়েস্থা খাঁ পাড়া, কলেজ রোড,আজিমপাড়া থেকে ফকিরহাট পর্যনত্ম বহুতল ভবনের আশপাশে কোন ডাস্টবিন নেই। যার কারনে ভবনের ময়লা গুলো যেখানে সেখানে ফেলানো হচ্ছে। এতে দুষিত হচ্ছে পুরো এলাকার পরিবেশ। নিদিষ্ট স্থানে পৌর কতৃৃপড়্গের কোন ডাসবিন না থাকায় বাসা বাড়ির ময়লা গুলো দরজা জানালা দিয়ে যত্রতত্র ফেলনো হচ্ছে। এ সব এলাকায় পৌর কর্তৃপড়্গের প্রয়োজন সাইন বোর্ড লাগিয়ে নিদিষ্ট স্থান ও ডাস্টবিনে ময়লা ফেলার জন্য পৌরবাসীকে সচেতন করা জরম্নরী হয়ে পড়েছে। যত্রতত্র ময়লা ফেলার কারনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্কুল,কলেজ,মাদ্রাসা ছাত্র/ছাত্রীরাসহ পথচারীরা চলাচলে কস্ট সাধ্য হয়ে পড়েছে।
হাটহাজারী পৌরসভার সচিব বিধান চনদ্র শিল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ময়লা গাড়ি যাওয়ার সমস্যার কারনে ৩ নং ওয়ার্ডে ডাস্টবিন বসানো যাচ্ছে না।
পৌর সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাফর জানান, পূর্ব দেওয়ান নগর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো উদ্যোগ নেওয়া হচ্ছে। অচিরেই প্রায় ১০ থেকে ১৫টি ডাস্টবিন বসানো সিন্ধানত্ম নেওয়া হয়েছে। তিনি আরো বলেন,পৌরসভার বাসা বাড়ির ময়লা ফেলানো জন্য আগে যে স্থান ছিল তা পর্যাপ্ত না থাকায় এখন সমস্যা পড়তে হচ্ছে পৌর কর্তৃপড়্গকে। ময়লা ফেলানো জায়গা স্থান সংকট তবে দ্রম্নত সমাধান হবে।
৩ নং ওয়ার্ড এলাকার সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ আজম জানান,পৌরসভার গঠিত হওয়ার পর থেকে এই ওয়ার্ডের কোথাও কোন ডাস্টবিন বসানো হয়নি। আর এই ওয়ার্ডের অনেক জায়গায় দুর্গন্ধ ময়লা পানি ও অনেকেই যেখানে সেখানে ময়লা ফেলার কারনে দুষিত হচ্ছে এলাকার পরিবেশ। দ্রম্নত এই ওয়ার্ডে ডাস্টবিন বসানোর পাশা পাশি ওয়ার্ড এলাকায় পরিবেশমুক্ত রাখতে পৌর কর্তৃপড়্গের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে,পৌর কর্তৃপড়্গের উদাসীনতার পাশাপাশি অধিকাংশ বাড়ি মালিকদের সচেতনতার অভাবে এ ধরনের পরিবেশ বিপর্যয় বেড়েছে।
হাটহাজারী পৌর এলাকার বাসস্টেশন থেকে আজিজিয়া মজিদিয়া সড়কে প্রায় অধিকাংশ ভবনের ময়লার লাইন সরাসরি ড্রেনের সাথে সংযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। পরিবেশ রড়্গায় সংশিস্নষ্ট পৌর কর্তৃপড়্গের দায়িত্বশীল ভাবে নজর দেওয়া প্রয়োজনীয় প্রদড়্গেপ গ্রহনের দাবি সচেতন মহরের।
মোহাম্মদ হোসেন,হাটহাজারী
চট্টগ্রামের সাথে লাগোয়া হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে পরিবেশ দুষণ ভয়াবহ আকার ধারন করেছে। পৌরসভা গঠিত হওয়ার পর থেকে গুরম্নত্বপুর্ণ অনেক জায়গায় ডাস্টবিন বসানো হয়নি। যার কারনে বাসা ও বহুতল ভবনের লোকজন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দুষিত করছে। পৌরসভার ৩ নং পূর্ব দেওয়ান নগর ওয়ার্ডে বহুতল ভবন গুলোর আশপাশে কোন ডাস্টবিন নেই । প্রতিদিন আজিজিয়া মজিদিয়া সড়ক দিয়ে ছোট বড় শত শত গাড়ি চলাচল করছে। অথছ পৌর কর্তৃপড়্গ পরিস্কার পরিচ্ছন্নতার জন ওই এলাকায় কোন ঝাড়ুদার নেই এবং ডাস্টবিনও বসানো হয়নি। এ ছাড়া অনেকে পুরাতন বাড়ির নতুন বর্ধিত অংশের ময়লার লাইন সরাসরি ড্রেনের সাথে জুড়ে দিচ্ছে। আবার কেউ কেউ প্রতিবেশীকে বিব্রত করতে †¯^”Qvq টয়লেটের ময়লার ট্যাঙ্কির লাইন ড্রেনে সংযোগ করে দিচ্ছে। ফলে দিন দিনই পরিবেশ বিপর্যয় বাড়ছে।
পূর্ব দেওয়ান নগর এলাকায় বহুতল ভবনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা গঠিত হওয়ার পর থেকে ৩ নং ওয়ার্ডের ঘনবসতি এলাকার অনেক বহুতল ভবন রয়েছে। সে সব ভবনের আশপাশে কোন ডাস্টবিন বসানো হয়নি। যার কারনে ভবনের ময়লা আ্বর্জনার গুলো যত্রতত্র স্থানে ফেলে পরিবেশ দুষিত করছে।
পৌরসভাকে সুন্দর পরিবেশ গড়ে তোলা ও রাসত্মাঘাট উন্নয়নের জন্য বর্তমান পৌর প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি পৌরসভার উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সরেজমিন স্থানীয় বাসিন্দারদের সাথে কথা হলে তারা জানান, পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শায়েস্থা খাঁ পাড়া, কলেজ রোড,আজিমপাড়া থেকে ফকিরহাট পর্যনত্ম বহুতল ভবনের আশপাশে কোন ডাস্টবিন নেই। যার কারনে ভবনের ময়লা গুলো যেখানে সেখানে ফেলানো হচ্ছে। এতে দুষিত হচ্ছে পুরো এলাকার পরিবেশ। নিদিষ্ট স্থানে পৌর কতৃৃপড়্গের কোন ডাসবিন না থাকায় বাসা বাড়ির ময়লা গুলো দরজা জানালা দিয়ে যত্রতত্র ফেলনো হচ্ছে। এ সব এলাকায় পৌর কর্তৃপড়্গের প্রয়োজন সাইন বোর্ড লাগিয়ে নিদিষ্ট স্থান ও ডাস্টবিনে ময়লা ফেলার জন্য পৌরবাসীকে সচেতন করা জরম্নরী হয়ে পড়েছে। যত্রতত্র ময়লা ফেলার কারনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্কুল,কলেজ,মাদ্রাসা ছাত্র/ছাত্রীরাসহ পথচারীরা চলাচলে কস্ট সাধ্য হয়ে পড়েছে।
হাটহাজারী পৌরসভার সচিব বিধান চনদ্র শিল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ময়লা গাড়ি যাওয়ার সমস্যার কারনে ৩ নং ওয়ার্ডে ডাস্টবিন বসানো যাচ্ছে না।
পৌর সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাফর জানান, পূর্ব দেওয়ান নগর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন বসানো উদ্যোগ নেওয়া হচ্ছে। অচিরেই প্রায় ১০ থেকে ১৫টি ডাস্টবিন বসানো সিন্ধানত্ম নেওয়া হয়েছে। তিনি আরো বলেন,পৌরসভার বাসা বাড়ির ময়লা ফেলানো জন্য আগে যে স্থান ছিল তা পর্যাপ্ত না থাকায় এখন সমস্যা পড়তে হচ্ছে পৌর কর্তৃপড়্গকে। ময়লা ফেলানো জায়গা স্থান সংকট তবে দ্রম্নত সমাধান হবে।
৩ নং ওয়ার্ড এলাকার সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ আজম জানান,পৌরসভার গঠিত হওয়ার পর থেকে এই ওয়ার্ডের কোথাও কোন ডাস্টবিন বসানো হয়নি। আর এই ওয়ার্ডের অনেক জায়গায় দুর্গন্ধ ময়লা পানি ও অনেকেই যেখানে সেখানে ময়লা ফেলার কারনে দুষিত হচ্ছে এলাকার পরিবেশ। দ্রম্নত এই ওয়ার্ডে ডাস্টবিন বসানোর পাশা পাশি ওয়ার্ড এলাকায় পরিবেশমুক্ত রাখতে পৌর কর্তৃপড়্গের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে,পৌর কর্তৃপড়্গের উদাসীনতার পাশাপাশি অধিকাংশ বাড়ি মালিকদের সচেতনতার অভাবে এ ধরনের পরিবেশ বিপর্যয় বেড়েছে।
হাটহাজারী পৌর এলাকার বাসস্টেশন থেকে আজিজিয়া মজিদিয়া সড়কে প্রায় অধিকাংশ ভবনের ময়লার লাইন সরাসরি ড্রেনের সাথে সংযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। পরিবেশ রড়্গায় সংশিস্নষ্ট পৌর কর্তৃপড়্গের দায়িত্বশীল ভাবে নজর দেওয়া প্রয়োজনীয় প্রদড়্গেপ গ্রহনের দাবি সচেতন মহরের।v