কালিয়াকৈর (গাজীপুর)থেকে আব্দুল মান্নান:
ঢাকা-রাজশাহী রেলরম্নটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী আমত্মঃনগর ট্রেন একতা এক্সপ্রেসের(২৯২৯ নম্বর) মাঝখানের একটি বগির ইকোলেজার এক্সেল ভেঙ্গে বিকল হওয়ায় ওই রোটে দীর্ঘ ৯ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে কোন হতাহতের ঘঁনা ঘটেনি বলে রেল কর্তপÿ জানিয়েছেন। রেলচলাচল বন্ধ হয়ে যাওয়ায় মৌচাক রেলষ্টেশনে খুলনা গামী সুন্দর বন এক্সপ্রেস ও জয়দেবপুর রেলষ্টেশনে কলকাতা গামী মৈত্রী এক্সপ্রেস থেমে থাকে।
সংশিস্নষ্ট একটি সুত্রে জানা যায়, দিনাপুর থেকে ছেড়ে আসা আমত্মঃনগর ট্রেন একতা এক্সপ্রেস প্রায় ২ সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মাটিকাটা রেল ক্রসিং এর পশ্চিম পাশে পৌঁছলে বিকট শব্দে ট্রেনটি থেমে যায়। পরে রেলওয়ে কর্তৃপÿÿর লোকজন ট্রেন থেকে নেমে খোঁজ নিয়ে দেখতে পায় ট্রেনটির ৫ নম্বর বগির নিচের ইকোলেজার এক্সেল ভেঙ্গে রেললাইনের পাতের সাথে বগিটি আটকে যায়। একতা এক্সপ্রেসের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম জানান, রেল লাইনের উপর থেকে বিকল হওয়া ট্রেনটি না সরানো পর্যমত্ম ওই রোটে কোন ট্রেন চলাচল করতে পারবে না। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপÿকে জানানো হলে বেলা ১২টার দিকে কমলাপুর রেলওয়ের রেলউদ্ধারী দল ঘটনাস্থলে এসে ট্রেনটি উদ্ধারের কাজ চালায়। আশপাশের রেল ষ্টেশনগুলোতে বগি সড়ানোর ক্রেন না থাকায় কমলাপুর ষ্টেশন থেকে ক্রেন এনে বিকল হওয়া বগি সারানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি বিকল হওয়ায় ট্রেনে থাকা ২ সহস্রাধিক যাত্রী চরম ভোগামিত্মতে পড়েন। তারা ট্রেন থেকে নেমে ২ কিলোমিটার দুরে মৌচাক রেল ষ্টেশনে যায়। এবং অনেকে মালামাল নিয়ে রিক্সা যোগে পার্শ্ববর্তী বাস ষ্টেশনে রওয়ানা দেয়। খবর পেয়ে দুপুরে কমলাপুর রেলওয়ের রেলউদ্ধারী (রিলিফ) দল বিকল হওয়া একতা ট্রেনের উদ্ধার কাজ শুরম্ন করে । বিকেল আড়াইটার দিকে মাটিকাটা রেলক্রসিংয়ের মাঝখানে রেলউদ্ধার দলের রিলিপ ট্রেনটি অবস্থান করায় সফিপুর-বড়ইবাড়ী সড়কে যানবাহন চলাচলও প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে।
রেলউদ্ধারকারী দলের এসিষ্টেন্ট মেকানিক্যাল ইঞ্চিনিয়ার(অপারেশন) ননী গোপাল মজুমদার জানান, ট্রেন বিকল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রেনটির বগির ভেঙ্গে যাওয়া এক্সেলটি মেরামতের চেষ্টা চালাই। মেরামত করা সম্ভব না হওয়ায় কমলাপুর থেকে উদ্ধারকারী ক্রেন এসে ট্রেনের বগিটি সড়িয়ে নিলে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।