বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্র ও ভোট রক্ষার জন্য আন্দোলন করছে। মানুষ যখন হল-মার্ক, পদ্মা সেতু ও শেয়ারবাজারের দুর্নীতি-কলঙ্ক থেকে মুক্তি চায়, তখন সরকার অন্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকার যতই চেষ্টা করুক এসব কলঙ্ক থেকে মুক্তি পাবে না। সোমবার বিকালে শহরের আরাপপুর পশ্চিমপাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আয়েশা খাতুন, রেহেনা আক্তার হীরা, তহুরা খাতুন, অধ্যক্ষ রিজি বেগম বক্তব্য রাখেন। সমাবেশে মহিলা দলের ২ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে মসিউর রহমান বলেন, আরেকটি ১/১১ এলে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে আওয়ামী লীগ। গত চার বছরে তারা এমন অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের মানুষ আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই তাদের বলব, ধানাই-পানাই বাদ দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা থাকলে আওয়ামী লীগ নেতাকর্মীদের রাস্তায় খুঁজে পাওয়া যেত না। তিনি আরও বলেন, আমাদের শরিক দলের ওপর অত্যাচার হয়েছে তারা যখন রুখে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী তখন পিছু হটছে। #