মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পাবনা :
আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম হ্রাস, পরিবেশ অসহিষ্ণু ও অব্যাহত শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণ দেখিয়ে পাবনার ঈশ্বরদী ইপিজেডে চায়না ও হংকং ভিত্তিক পোশাক উৎপাদকারী প্রতিষ্ঠান মেগাটেক্স প্রাইভেট লিমিটেড ও রোশিতা নীটিং ওয়্যার গতকাল শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধের কারণে বর্তমানে কারখানা দুটির প্রায় ৬ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী ইপিজেড গেটে কারখানা কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে দু’টি কারখানা বন্ধ করে দেওয়ার কথা বলেন। গতকাল শনিবার থেকে তা কার্যকর হবে বলে নোটিশে জানানো হয়। শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ করে ইপিজেড এলাকায়। উল্লেখ্য, চলতি বছর ২৫ মার্চ শ্রমিকরা বেতন ভাতাদি নিয়ে কারখানার মালিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে এবং অনেক শ্রমিক-পুলিশ আহত হয়। তখন থেকেই ঈশ্বরদী ইপিজেডে অশান্ত পরিবেশ বিরাজ শুরু করে। এ নিয়ে অনেক মামলা মোকাদ্দমা হয় এবং ২৯০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে কারখানা কর্তৃপক্ষ। উল্লেখ্য ২০০৮ সালে মেগাটেক্স ও রোশিতা নামের দুটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ঈশ্বরদী ইপিজেডে উৎপাদন শুরু করে।