এ বছরের প্রতিপাদ্য বিষয়ঃ “এইচ,আই,ভি, সংক্রমন ও এইডস মৃত্যু: একটিও নয়
আর।বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই – এই আমাদের অংগীকার।”
এইচ আই ভি এক ধরনের ভাইরাস,যা মানবদেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে
ধীরে ধীরে ধংশ করে দেয়। এইচ আই ভি সংক্রমনের কারনে মানব দেহের
রোগপ্রতিরোধ ক্ষমতা এক পর্যায়ে অতিরিক্ত হ্রাস পায়। এইচ আই ভি সংক্রমনের
সর্বশেষ পর্যায়ে অতি সহজেই অক্রান্ত ব্যক্তির অন্য সুযোগ সন্ধানী
রোগযেমন;নিউমোনিয়া, যক্ষা, ম্যালেরিয়া,ডায়রিয়া হয় এবংকোন চিকিৎসায় এ
রোগগুলো নিরাময় হয়না।শরীরের এই অবস্থার নাম হলো এইডস।
অনৈতিক ও অনিরাপদ দৈহিক সম্পর্কের মাধ্যমে, এইচ আই ভি সংক্রমিত রক্তের
মাধ্যমে, এইচ আই ভি সংক্রমিত অংগ প্রতিস্থাপন করলে,এইচ আই ভি সংক্রমিত
সূচ/সিরিন্জ বা অপারেশনের যন্ত্রপাতি অপরিশোধিত অবস্থায় ব্যবহার করলে,
এইচ আই ভি সংক্রমিত মা থেকে শিশুতে এইচ আই ভি ছড়ায়।
২০১১ সালের সরকারি তথ্য অনুসারে বাংলাদেশে এ পর্যন্ত;এইচ আই ভি আক্রান্ত
ব্যক্তির সংখা ৭,৫০০ জন,এইডস এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১,১০১ জন।এইডস এ
মৃত্যবরণ করেছে ৩২৫ জন।
ডাঃ শিব্বির আহমেদ
এম.বি.বি.এস.বি.সি.এস.
পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা
(ক্রিড়া বিজ্ঞান)