এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা ঃ বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলার সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান এমপি বলেন, বিএনপির নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবির সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। জ্বালাও পোড়াও চালিয়ে তারা দেশকে অশান্ত করে তুলেছে। তাদের রুখতে হবে। পুলিশের পাশাপাশি জনগনকেও সরকার কে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখার ৮নং ওয়ার্ডের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলি বলেন। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহম্মদ, সহ-সভাপতি এম. মহিদুল হক, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বাংলাদেশ নৌ কামান্ড কাউন্সিল সাবেক ভাইস প্রেসিডেন্ট মীর মোস্তাক আহমেদ রবি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন,সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ নুরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুল করিম সাবু। স্বাগত বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুল আনিস খান চৌধুরী বকুল। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ালীগ নেতা মোশাররফ হোসেন মন্টু, ডা: মুনসুর আহমেদ, মোহাম্মাদ আবু সায়ীদ, আব্দুস সেলিম, লুৎফর রহমান, হারুন-উর-রশিদ, তৌহিদুর রহমান ডাবলু, মঞ্জুর হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি আরো বলেন, আওয়ামীলীগ কোন ধর্মকে অবজ্ঞা করে না। সকল ধর্মকে সমান গুরুত্ব দেয়। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাতক্ষীরায় প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। বর্তমানে ১৪০০কোটি টাকারা কাজ চলমান আছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপিত হচ্ছে। ৪০ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ ও বেতনা খননের কাজ শিঘ্রই শুরু হবে। ১০০ কোটি টাকার সাইক্লোন সেন্টার নির্মান করা হচ্ছে। ১১৭ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মান কাজ চলছে। ১৯ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক সংস্কার হয়েছে। আরো ১৮ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা-নাভারণ সড়ক সংস্কার হচ্ছে। সাতক্ষীরায় রেল লাইন নির্মানে প্রকল্প গ্রহণে পরীক্ষা নীরিক্ষা বাবদ ১১কোটি টাকা বরাদ্দ হয়েছে। এভাবে মানিক খালি বিজ্র, কপোতাক্ষ খনন, ভোমরা সড়ক সংষ্কার, পৌর সভার উন্নয়ন, স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন নির্মান সহ কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়ন ও জন সমর্থন দেখে বিরোধী দলের গাত্রদাহ শুরু হয়েছে। তারা উন্নয়নকে বাধা গ্রস্থ করতে এবং যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে সারা দেশে জ্বালাও পোড়াও শুরু করেছে। তাদেরকে রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম।