মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অনুর্ধ্ব ১৬ ক্ষুদে ফুটবলার সৃষ্টির লক্ষ্যে মিরসরাই উপজেলার ৩২ জন ক্ষুদে ফুটবলারকে ২১দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা এ বি এম মাহবুবুল আলম, প্রশিক্ষক আলী আকবর, প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর মিরসরাই উপজেলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রক্ষিণে ৩২ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে।