কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোঃ আব্দুল হাই এমপি’র আগমন উপলক্ষ্যে থানা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুরে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রকাশ, আগামী ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নভেম্বর’১২ মাসের উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভায় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। মিছিলে অংশগ্রহণ করেন, থানা আঃ লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, পৌর আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান সেলিম, পৌর প্যানেল মেয়র ফজলুর রহমান, মুক্তিযোদ্ধ কমান্ডার তাজুল ইসলাম, যুবলীগ নেতা সামাউল হক লাড্ডু, পৌর ছাত্রলীগ সভাপতি সোহেল আরমান, মৎস্য সমিতির সভাপতি আমিরুল ইসলাম, আঃ লীগ নেতা আব্দুল বারিক, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ থানা ও পৌর আঃ লীগ ও তার সকল অঙ্গসংগঠনের কর্মীরা।