তারেক এম তারিফুজ্জামান,ঢাকা ২১ এপ্রিল:
বিএনপির ডাকা রোববারের হরতালে গুলিস্তান, আজিমপুর, খিলগাঁও, উত্তরার আজমপুর, পুরান ঢাকা ও মিরপুর ১ নম্বরে পুড়িয়ে দেওয়া হয় ছয়টি বাস। দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন এক চালক। খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনের রাস্তায় ঈগল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ সেখানে আগুন দেওয়া হলে ওই বাসের চালক বদর আলী (৪০) ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হন। খুলনা থেকে সকাল সাড়ে ১০টায় তারা ঢাকায় পৌছান। যাত্রী নামিয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন । চালক বদর আলী ভেতরেই পুড়ে মারা যান।
শনিবার বেলা দেড়টা থেকে ২টার মধ্যে গুলিস্তান মোড়, আজিমপুর ইডেন কলেজের সামনে এবং খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনের রাস্তায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এরপর আজমপুরে বিকাল ৩টার দিকে একটি এবং সাড়ে ৫টার পর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে আরেকটি বাস পোড়ানো হয়। মিরপুরে সন্ধ্যা ৭টার দিকে একটি বাসে আগুন দেওয়া হলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসগুলোতে কারা কীভাবে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ বা ফায়ার ব্রিগেড। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করেছে- এমন অভিযোগে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। ইলিয়াসকে শিগগিরই পাওয়া না গেলে লাগাতার ধর্মঘটেরও হুমকি দিয়েছে দলটি।