পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর থানা পুলিশ গতকাল বুধবার সকালে অপহৃত গৃহবধূ মাসুরা খাতুন সাথী (২২) কে জেলার ফরিদপুর উপজেলা সদর থেকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গৃহবধূ হলো চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। চাটমোহর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম জানান, গত ৩১ মার্চ ফরিদপুর উপজেলার বায়রাপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে রুহুল আমিন (২৫) গং সাথীকে অপহরণ করে। এরপর বিভিন্ন স্থানে রেখে গৃহবধু সাথীকে ধর্ষন করে রুহুল আমিন। ঘটনার ৫দিন পর সাথীর স্বামী চাটমোহর থানায় রুহুলসহ ৬জনকে বিবাদী করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩, তাং-০৫/০৪/১২ ইং। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে অভিযান চালিয়ে সাথীকে ফরিদপুর থানাপাড়া থেকে উদ্ধার করে। পরে তার ডাক্তারী পরীক্ষা করানো হয়। এ ঘটনায় রুহুলসহ অন্যরা পলাতক। একাধিক সূত্র জানায়, রুহুলের সাথে সাথীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরেই ১ সমত্মানের জননী সাথী রুহুলের সাথে পালিয়ে যায়। সাথীর ১০ মাস বয়সী একটি সমত্মান রয়েছে।