কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুর রহিম বলেছেন, প্রযুক্তিগত পরিবর্তন করে বিশ্বের দেশগুলো উন্নত হচ্ছে। প্রযুক্তিবিদ্যা দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র পরিবর্তন করতে পারে। যে দেশের মধ্যম শ্রেনীর প্রকৌশলীর সংখ্যা বেশি সে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি তত বেশি। তিনি আরো বলেন, বর্তমানে পলিটেকনিক শিক্ষা রক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণ প্রযুক্তিগত জ্ঞান দিতে হবে। ১৩ এপ্রিল, শুক্রবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। আইডিইবি‘র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে ও শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. ইদরীস আলীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ ২০৩০ সালের জন্য কোন পরিকল্পনা গ্রহণ করে নি। ফলে এ সময় মানুষ বেকার হবে। ২০৩০ সালকে সামনে রেখে কারিগরি শিক্ষা বাড়াতে হবে। এ জন্য তিনি আইডিইবিকে গবেষণার প্রস্তাব দেন।
(প্রেস বিজ্ঞপ্তি)