ডেস্ক রিপোর্ট:
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে আজ বুধবার আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কারণে ভারত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ অঞ্চলের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় চট্টগ্রামও পড়েছে। এ কারণে চট্টগ্রামও এ সতর্কতার অন্তর্ভুক্ত হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রাথমিক অবস্থায় এ ভূমিকম্পের তীব্রতা ছিল আট দশমিক নয়।
ভারত মহাসাগরের পার্শ্ববর্তী এলাকা হিসেবে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশেই আজ দুপুরে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্প্তর সূত্র জানিয়েছেন, ভূমিকম্পটি উত্পত্তি স্থল ছিল বাংলাদেশ থেকে দুই হাজার ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়।
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ডে ভূকম্পন অনুভূত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, আট দশমিক সাত মাত্রার ভূমিকম্পে সুনামি সৃষ্টির যথেষ্ট আশঙ্কা আছে। সুনামি সৃষ্টি হলে ভারত মহাসাগরীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামিতে এক লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়।