তারেক এম তারিফুজ্জামান,ঢাকা ১১ এপ্রিল::
ডিসিসি নির্বাচনের প্রার্থীদের বিলবোর্ড-পোস্টারের বিরুদ্ধে আজ রাত ১২টা থেকে ভিডিও ক্যামেরা নিয়ে অভিযানে নামবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই রিটার্নিং কর্মকর্তা। এ অভিযানে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে থাকবেন ৩১ জন সহকারী রিটার্নিং কর্মকতা।বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে রিটার্নিং কর্মকর্তাদের এ অপারেশনে নামার নির্দেশ দেওয়া হয়েছে।ভিডিও ক্যামেরার মাধ্যমে প্রার্থীদের পোস্টার ও বিলবোর্ডের ছবি তুলে প্রমাণ সংগ্রহ করা হবে। অভিযানে যেসব প্রার্থীর পোস্টার ও বিলবোর্ড পাওয়া যাবে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব:) মো: জাবেদ আলী বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না ।আগে থেকে কারো পোস্টার ও বিলবোর্ড লাগানো থাকলে তফসিল ঘোষণার আগেই তা সরিয়ে নিতে হবে।এ বিষয়ে নির্বাচন কমিশন আগে থেকেই পোস্টার সরানোর নির্দেশ দিয়ে আসছে ডিসিসি নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের।জনাব আলী বলেন, আমরা আশা করি, যারা নির্বাচনে অংশ নিবে তারা সবাই সম্মানিত প্রার্থী। তাই কোনো সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অপমানের। তাই নিশ্চয়ই আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেওয়ার আগেই তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবে।