মহেশপুর(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা।
গতকাল রোববার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আর্সেনিকোসিস রোগ নির্নয় ও ব্যবস্থাপনার উপর একদিনের ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে মন্ত্রনালয়ের রিসোর্স কর্মকর্তা ডাঃ সুজয় বড়ুয়া আর্সেনিকের ভয়াবহতা , রোগ নির্নয় ও তার প্রতিকার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন।এ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বীরেন্দ্রনাথ মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল আজিজ, উপজেলা পরিবার পরিকল্পনা নাসিমা ইয়াসমিন,ইউপি চেয়ারম্যান ফকির আহম্মদ,সাদিকুর রহমান প্রমুখ।
ওয়ার্কসপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, সাংবাদিক অসীম মোদক, আর ডি সি পরিচালক ও প্রেস ক্লাব সভাপতি আব্দুর রহমান, মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান হোসেন জগলুল পাশা, আজমপুর ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, স্বরুপপুর ইউপি চেয়ারম্যান জুলফিক্কার আলী, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল আলি, যাদবপুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম,মমাবি প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম প্রমুখ।