মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ-
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মিরসরাইয়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃত ভারতীয় নাগরিকের নাম চিং কুমার ত্রিপুরা (২৫)। সে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সীতাবাড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত সীমামত্মবর্তী উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের বদ্ধ ভবানী এলাকা থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মিসরাইয়ের কয়লামুখ সীমামত্ম ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক জানান, বাংলাদেশ থেকে গরু চুরি করে বিক্রির অপরাধে তাকে আটক করা হয়েছে।
তিনি জানান, গত ২৯ মার্চ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের বদ্ধ ভবানী গ্রাম গ্রামের মো. বেলাল হোসেনের দুটি ষাঁড় সীমামত্মবর্তী গোরিঙ্গা চর থেকে চুরি হয়। অনেক খোঁজাখোঁজি করার পর ষাঁড়গুলোর খোঁজ মেলে বদ্ধ ভবানী গ্রামের রহিম উদ্দিনের বাড়িতে।
ষাঁড় মালিক বেলাল হোসেন তাকে জিজ্ঞেস করলে সে জানায়, পাঁচ দিন আগে সে এক ভারতীয় নাগরিক থেকে পঞ্চাশ হাজার টাকায় ষাঁড়গুলো ক্রয় করে। বৃহস্পতিবার সীমামত্মবর্তী বদ্ধ ভবানী গ্রামে রহিম উদ্দিন চিং কুমারকে আসতে বলে। সেখান থেকে বিজিবি তাকে আটক করে এবং চুরি হওয়া গরু দুটিকে উদ্ধার করে।
আটককৃত ভারতীয়কে মিরসরাই থানায় হসত্মামত্মর করেছে
বিজিবি।