ডেস্ক রিপোর্ট: ৭ এপ্রিল: ইরানের নৌবাহিনী চীনের একটি কার্গো জাহাজকে ছিনতাইকারীদের হাত থেকে মুক্ত করেছে। জাহাজটিতে ক্যাপ্টেনসহ ২৮ জন ক্রু ছিলেন। ওমান সাগর থেকে জাহাজটি ছিনতাই হওয়ার পরপরই তেহরানস্থ চীনা দূতাবাস ইরানের নৌবাহিনীকে বিষয়টি অবহিত করে। তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ সব তথ্য জানিয়েছেন।
চীনা রাষ্ট্রদূত বলেছেন, তিনি ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই বিষয়টি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীকে অবহিত করেন। ইরানের নৌ বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়ায় তাদের ছিনতাইকৃত কার্গো জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেছেন, ইরানের দু’টি যুদ্ধ জাহাজ সোমালিয়ার ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা আত্মসমর্পন করতে বাধ্য হয়। পালাতে না পেরে নয় ছিনতাইকারী ইরানি নৌ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। ছিনতাই হওয়ার মাত্র ১০ ঘন্টার মধ্যেই জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
ইরানের নৌবাহিনী এ পর্যন্ত বেশ কয়েকটি জাহাজকে ছিনতাইকারীদের হাত থেকে মুক্ত করেছে। কয়েক দিন আগেও ইরানের নৌবাহিনী ভারত মহাসাগর থেকে ১৩ জন জলদস্যুকে গ্রেফতার করেছে। ইরান অভিমুখী একটি কার্গো ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। সাগরে জাহাজ ছিনতাই মোকাবেলার জন্য ইরান দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক পানি সীমায় তৎপরতা চালাচ্ছে