ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রী কলেজে গভর্নিং বডির নির্বাচন তুঙ্গে উঠেছে। ইতোমধ্যে আওয়ামীলীগ, বিএনপি সমর্থিত ২টি প্যানেলে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতির্ণ হয়েছেন।
আগামী ৭ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির অভিাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুটি প্যানেলে ৬জন প্রার্থী লড়ছেন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা হলেন আমিনুল ইসলাম, ললিত চন্দ্র সেন ও ইউসুফ আলী এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন আব্দুল আজিজ, তোফাজ্জল হোসেন ও দবিরুল ইসলাম। প্রার্থীরা নির্বাচিত হওয়ার জন্য কোমড় বেধে মাঠে নেমেছেন এবং অভিভাকদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। ভোটাররা ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, আটোয়ারী ও বোদা উপজেলার বাসিন্দা। এখানে মোট ভোটার ৯০৯ জন। ইতোমধ্যে ১১জন ব্যক্তি একালিন ৫০ হাজার টাকা হিসেবে কলেজ তহবিলে জমা করেছেন। এছাড়াও মাথাপিছু ১০ হাজার টাকা হিসেবে হিতৈষি পদে টাকা জমা করেছেন ৩২জন। বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর বিএনপি ও আওয়ামীলীগ এ কলেজে নেতৃত্বের দখল নিতে জোড় চেষ্টা শুরু করে। এ পর্যায়ে পরপর দুই বার এডহক কমিটি গঠন করা হয়।