জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিপুর গ্রামে ভ্রাম্যমান আদালতে মহিলাসহ দুই মাদক বিক্রেতাকে কারাদন্ডাদেশ প্রদাণ করেছে। ভ্রাম্যমান আদালতে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট মখলেসুর রহমান মাদক বিক্রেতা রহিমা খাতুন ও শহর আলীকে এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লাখিয়া খাতুন দুপুরে উপজেলার কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে মহিলা মাদক বিক্রেতা রহিমা খাতুনকে (৩৫) ২৫ গ্রাম গাঁজাসহ এবং আন্দুলবাড়িয়া বাজার পাড়ার শহর আলীকে (৫৪) ৮০০ গ্রাম গাঁজাসহ তাদের নিজ বাড়ি থেকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মখলেছুর রহমান রহিমা খাতুনকে ৬ মাস এবং শহর আলীকে ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।