ঠাকুরগাঁও প্রতিনিধি,২এপ্রিল:
যাত্রী উঠানোকে কেন্দ্র করে এক অটো চালককে মারধর করার প্রতিবাদে ঠাকুরগাঁও-আটোয়ারী-পঞ্চগড় সড়ক দীর্ঘ ২৪ ঘন্টা যাবত অবরোধ রয়েছে। এতে ওই সড়কে গত রোববার থেকে বাস চলাচল বন্ধ থাকায় ২ জেলার হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
গত রোববার নেনকি নামে এক অটো চালক পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বুকিং কাউন্টারের পাশে যাত্রী তুলছিল। এতে আটোয়ারীস্থ বাস বুকিং কর্মচারীরা ওই অটো চালককে মারধর করে। এ খবর রুহিয়া অটো চালকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা তাৎক্ষনিক ভাবে দুপুরে (গতকাল) রুহিয়া চৌরাস্তায় অবরোধ সৃষ্টি করে আটোয়ারী ও পঞ্চগড় অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেয়। শুধু তাই নয়, তারা একটি মিনিবাস, একটি নসিমনসহ বেসকটি মটোর সাইকেল আটক করে। আজ সোমবার দুপুর পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। রুহিয়ায় বাস চলাচলে অবরোধের কারণে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার হাজার হাজার যাত্রী হয়রানীর শিকার হচ্ছে। এ সুযোগে টেম্পু ও মিশুক চালকরা যাত্রীদের কাছে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। দীর্ঘ ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অবরোধ তোলা হয়নি। স্থানীয় ফাঁড়ি পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক।