আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ রাজনগরে বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হযেছে। হরতালের সময সরকারী-বেসরকারী অফিস, ব্যাংক, বীমা ও দোকানপাট খোলা থাকলেও সংশ্লিষ্ট কাজে লোকজনের উপস্থিতি ছিল কম। রিক্সা-সাইকেল-সিএনজি ছাডা অন্য কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এদিকে হামলা ও মামলার ভযে বিএনপি ও এর অঙ্গঁ সংগঠনের কোন নেতা কর্মীকে রবিবার সারাদিন এবং সোমবার সকাল ১১ ঘটিকা পর্যন্ত হরতালের সময পিকেটিং করতে দেখা যাযনি। তবে পুলিশকে নিযমিত টহল দিতে দেখা গেছে। হরতালের বিরুদ্ধে রাজনগর উপজেলা আওযামীলীগের নেতা কর্মীরা মিছিল করেছে।হরতাল বিরোধী মিছিল হয়েছে,উপজেলার মোকামবাজার সহ মুন্সিবাজারে ও। এদিকে সিলেট বিভাগে বিএনপির ডাকা গত বৃহস্পতিবারের হরতাল পালনকালে উপজেলার তারাপাশা বাজারে আতাউজ্জামান রাসেল নামে এক ব্যবসাযীর দোকান লুট করার অভিযোগে ২১ জনের নাম উল্লেখসহ শতাধিক বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন আতাউজ্জামান রাসেল । পুলিশ কাউকে এখনো আটক করতে পারেনি। তারাপাশা ইউনিযন বিএনপির সম্পাদক শফিক মিযা জানান, মিথ্যা মামলা দিযে তাদেরকে হযরানি করা হচ্ছে। রাজনগর থানার ওসি সেলিম নেওযাজ জানান, মামলায এখনো কাউকে আটক করা যায়নি।