সিংড়া (নাটোর ) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর ফিল্ড সুপার ভাইজার মির্জা মো: আবু ছাইদকে (৩২) কে লাঞ্চিত করেছে উপজেলার ইটালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও ইউপি সদস্য মুক্তালাল চক্রবর্তী। সোমবার সকাল ১১টায় জামতলী বাজার এলাকায় তাকে লাঞ্চিত করা হয়। লাঞ্চিত ফিল্ড সুপার ভাইজার এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ হারম্ননের কাছে একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর ফিল্ড সুপার ভাইজার মির্জা মো: আবু ছাইদ দ্বিতীয় পর্যায়ের ইটালী ইউনিয়নের পাকুরিয়া তহশিল অফিস হতে শংকর ঘোষের বাড়ি পর্যমত্ম রাসত্মা সংস্কার প্রকল্পের কাজ ও শ্রমিক হাজির উপস্থিতি পরিদর্শনের জন্য সরোজমিনে গেলে প্রকল্পের বরাদ্দকৃত ৫৭জন শ্রমিকের মধ্যে ২৫জনকে উপস্থিত পান। তিনি হাজিরা খাতায় ২৫জন শ্রমিকের উপস্থিত দেখিয়ে স্বাÿর করেন। পরে সিংড়া ফেরার পথিমধ্যে জামতলী বাজার এলাকায় উক্ত প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মুক্তালাল চক্রবর্তী ও তার ২জন অনুগত লোক তাকে শারীরিক ভাবে নাজেহাল করে হাজিরা খাতায় সকলের উপস্থিতি দেখানোর জন্য চাপ দেয় এবং লাঞ্চিত করে।
৩নং ইটালী ইউপি চেয়ারম্যান জহুরম্নল ইসলাম বাবু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে পরবর্তীতে উভয়কে ডেকে মিমাংসা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ হারম্নন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়ে এবিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।