বিএনপির আগামীকালের ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয় তার পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন থানাধীন ১০টি মোবাইল টিম কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান। বিএনপির ডাকা হরতালের দিন সকাল থেকেই মোবাইল টিমগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি জানান, মহানগরীর ৮টি অপরাধপ্রবণ এলাকায় মোতায়েন থাকবে ১০টি মোবাইল টিম। আটটি জোনের মধ্যে মতিঝিল জোনে ২টি, মিরপুর জোনে ২টি এবং ওয়ারি, লালবাগ, রমনা, গুলশান, উত্তরা ও তেজগাঁও জোনে একটি করে মোবাইল টিম কাজ করবে।