এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ প্রতিনিধি:
প্রলয়ংকরী সিডরে ভেসে যাওয়া মঠবাড়িয়া উপজেলার শামীমকে (১৫) মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাগেরহাটের মোড়েলগঞ্জে খুঁজে পেলেন তার বাবা খলিলুর রহমান হাওলাদার। ঘটনাটি ঘটেছে বৃস্পতিবার বিকালে পৌর সদরের বারইখালীতে। জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ধাইখালী গ্রামের মোঃ খলিলুর রহমান হাওলাদার ২০০৭ সালে দুই ছেলেসহ আটজন শ্রমিক নিয়ে সাগরের দুবলার চরে মাছ শিকারে যান। ওই বছরের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরের তান্ডবে তাদের ট্রলারটি ডুবে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ভেসে যান। ভেসে যাওয়া সবাই ফিরে এলেও তার বড় ছেলে শামীম নিখোঁজ থাকে। সম্প্রতি মোড়েলগঞ্জে-শরণখোলার বিভিন্ন এলাকায় সিডরে হারিয়ে যাওয়া লোকজনের সন্ধান পাওয়া যাচ্ছে এরকম সংবাদের সূত্র ধরে বাবা মোঃ খলিলুর রহমান হাওলাদার ও শামীমের মামা মোঃ নজরুল সরদার বৃহস্পতিবার বিকালে মোড়েলগঞ্জ এসে স্থানীয় লোকজনের কাছে জানতে পারেন পৌর সদরের বাসাবাড়িতে খাবার পানি সরবরাহকারী যুবক আল-আমীন মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে পেয়ে লালন পালন করছে। এ সংবাদের সূত্র ধরে তারা আল-আমীনের কাছে থাকা ছেলেটিকে উদ্ধার করে।