বিএনপি’র সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে সিংড়া থানা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সিংড়া কোট মাঠ থেকে শুরু করে বাসষ্ট্যান্ড যাওয়ার পথে বিএনপি’র নেতা কর্মীদের উপর পুলিশ দফায় দফায় হামলা করে। এক পর্যায়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ শেষে থানা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও থানা বিএনপি’র সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, পৌর বিএপি’র সভাপতি অধ্যাঃ শামিম আল রাজি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সাখা, বিএনপি নেতা শাহাদত হোসেন, দাউদার মাহমুদ, থানা যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবদল নেতা আবু সাঈদ পলাশ, থানা ছাত্রদলের সভাপতি রিয়াদ মোস্তফা, সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক জিএস আতাউল গণি পলাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার খুন, গুম, হত্যার রাজনীতি শুরু করেছে। নিউইয়র্ক, লন্ডনসহ সারা বিশ্ব ছি-ছি করছে। এছাড়া তেল, সার বিদ্যুতের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ দিশেহারা এবং পিলখানা হত্যাকান্ডের প্রমাণ থাকায় সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে এই সরকার নিশংসভাবে হত্যা করেছে দাবি করে রবিবারের হরতালকে সফল করার জন্য বিএনপি’র নেতা-কর্মŠকে আহবান জানানো হয়।