পাকিস্তানের চাকলালা বিমান ঘাঁটির কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১৮ জন আরোহী নিহত হয়েছে বলে দেশটির প্রতিৃরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ভোজা এয়ারলাইন নামের ৭৩৭ বোয়িং বিমানটি ১২৭ জন যাত্রী নিয়ে করাচি থেকে রাজধানী ইসলামাবাদে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। পুলিশের উদ্ধারকারী দলের এক সদস্য বলেছেন, ইসলামাবাদের প্রধান মহাসড়কের প্রায় তিন কিলোমিটার দূরে একটি গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে যায় বলেও তিনি জানান।
পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বলেছে, খারাপ আবহাওয়ার কারণে এ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানে প্রধান শহরগুলোর মধ্যে বিমান যোগে যাতায়াত করা হয় এবং সাধারণ ভাবে বিমান দুর্ঘটনার হার খুবই কম। ২০১০ সালের জুলাইয়ে এয়ারব্লু নামের একটি বেসরকারি বিমান সংস্থার ৩২১ জন যাত্রীবাহী এয়ারবাস অবতরণের সময় ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হলে ১৫২ জন নিহত হয়েছিল।