জমি রেজিষ্ট্রি করতে আসার সময় যাত্রীবাহী একটি নসিমনের স্পীড ব্রেকারের সাথে ধাক্কা লেগে নিহত তানজের আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় স্ত্রী কোহিনুর বেগম (৫২), বোন আশুরা খাতুন (৫০), প্রতিবেশী সেলিনা বেগম (৩০), সেলিম (২) ও নসিমন চালক মিজানুর রহমান (২৫) গুরুতর ভাবে আহত হয়েছে।
আহতদের কে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার সস্তার বাজার নামক স্থানে ।
এলাকাবাসী ও আহতরা জানান, মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের ইয়াসিন মন্ডলের পুত্র তানজের আলী মহেশপুর সাব-রেজিষ্ট্রি অফিসে জমির রেজিষ্ট্রির জন্য স্ত্রী ও প্রতিবেশীদের নসিমন যোগে নিয়ে আসার সময় সস্তার বাজার নামক স্থানে স্প্রীড ব্রেকারের সাথে ধাক্কা লেগে নসিমনটির সামনের চাকা ভেঙ্গে পড়লে দুর্ঘটনা টি ঘটে।
এর রিপোর্ট লেখা পর্যন্ত সময় নিহত তানজের আলীর লাশ হাসপাতালের বারান্দায় পড়ে ছিল।
মহেশপুর থানার ডিউটি অফিসার এ,এস,আই মিলন ওয়াহিদ জানান, দুর্ঘটনার খবর লোক মুখে শুনলেও কেউ কোন অভিযোগ করেননি এখনও পর্যন্ত।