কামরুজ্জামান বিদ্যুৎ, জীবননগর প্রতিনিধি :
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এখানে শুক্রবার সকালে ইলিশের দাম দ্বিগুন হাকা হলেও হাঠাৎ করে তা বাজার ধেকে হাওয়া হয়ে গেছে। ক্রেতাদের অভিযোগ, স্থানীয় বাজারের র্যবসায়িরা অধিক মুনাফা লুটতে এ মাছ তারা বাইরের বাজারে নিয়ে চলে গেছে। ৩শ থেকে ৪শ গ্রাম ওজনের যে ইলশি গত সপ্তায় প্রতি কেজি ৪শ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হয়েছিলো শুক্রবার সকালে একই ওজনের প্রতিকেজি ইলিশের দাম হাকা হয় সাড়ে ৫৫০ থেকে সাড়ে ৬শ টাকায়। কিন্তু এ দামে ক্রেতারা মাছ কিনে পহেলা বৈশাখের দিন পান্তা-ইলিশের স্বাদ গ্রহণ করতে ব্যর্থ হচ্ছেন। অনেক ক্রেতা পান্তা-ইলিশের জন্য বেশী দামে ইলিশ কিনতে চাইলেও শেষ পর্যন্ত ইলিশের দেখা মেলেনি। মাছের পাইকারি বিক্রেতা আশরাফ আলী জানান, মোকামে দাম বেশী হওয়ায় তারা ইলিশ কেনেনি। যার কারণে আজ তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ি মাছ দিতে পারেননি বলে স্বীকার করেন।
পহেলা বৈশাখ উপলক্ষে জীবননগর উপজেলা প্রসাশন ব্যপক প্রস্ত্ততি গ্রহণ করেছে। ইউএনও সাজেদুর রহমান জানান, ৪শ জনকে পান্তা-ইলিশ পরিবেশন করা হবে। এছাড়াও কর্মসুচির মধ্যে রয়েছে সকাল ৮ টায় পান্তা-ইলিশ পরিবেশন, শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্য সাপ ও লাঠি খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জীবননগর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ১০ দির ব্যাপি বৈশাখ মেলার আয়োজন করেছে। আয়োজক কমিটরি প্রধান উদ্যোক্তা জাহাঙ্গীর আলম জানান, ১০ দিন ব্যাপি এ মেলার শনিবার সন্ধ্যা ৭ টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠন বাংলা নববর্ষ উপলক্ষে ব্যপক কর্মসূচি গ্রহণ করেছে।