আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক ইউপি সদস্য, প্রবীন আওয়ামীলীগ নেতা মজম্মিল আলী (মজই মেম্বার) আর নেই। গত ১১ এপ্রিল বুধবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাবার সময় রাত পৌনে ১০টায় পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি. . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল ১২ এপ্রিল বৃহস্পতিবার বেলা দুই টায় জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে মনতৈল (ভজিটিলা) গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকায় তাঁর লাশ আচ্ছাদিত করে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।