আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বিট দুর্গম পাহাড়ি এলাকায় নতুন আবিষ্কৃত জলপ্রপাত হামহাম।ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী গহীন অরণ্যঘেঁষা এ জলপ্রপাতটি ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ) দখল করে নিয়েছে বলে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে।এ বিষয়ে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগা করা হলে তারা নতুন আবিষ্কৃত ওই জলপ্রপাত বিএসএফ দখল করে নেওয়ার কথা অস্বীকার করে।তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় চম্পারায় চা বাগানের একটি সূত্র জানায়, জলপ্রপাতটি দখলের পাঁয়তারা করছে বিএসএফ।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী জানান, নতুন আবিষ্কৃত হামহাম জলপ্রপাতটি বর্তমানে বাংলাদেশ দেখাশুনা করছে।কমলগঞ্জ উপজেলা প্রশাসনের প থেকে ওই জলপ্রপাত পর্যন্ত রাস্তা নির্মাণসহ সেখানে বিভিন্ন অবকাঠামো স্থাপনের জন্য অর্থ চেয়ে সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।বিএসএফ কর্তৃক দখল হয়েছে বা দখলের পাঁয়তারা চলছে এমন অভিযোগ ইউএনও অস্বীকার করেন।১৪ বিজিবি’র উপ-সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান নবযুগকেজানান, জলপ্রপাতটি বর্তমানে বিজিবির নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত দখল বা দখলের কোনো ইঙ্গিত তাদের কাছে নেই বলেও জানান তিনি।জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার এ জলপ্রপাতটি এতোদিন বনবাসী ও চা বাগান শ্রমিকদের দৃষ্টির ভেতরে লুকানো ছিল। সম্প্রতি কমলগঞ্জের সাংবাদিকরা জলপ্রপাতটি নিয়ে লেখালেখি শুরু করায় সেটি পর্যটক ও সরকারের দৃষ্টিতে আসে। এ এলাকায় পর্যটনের নতুন সম্ভাবনার হাতছানি দেয়।