ঝিনাইদহের শৈলকুপায় সেচপাম্পে নিরবিচ্ছন্ন বিদ্যুৎসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্ত বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
বৃহস্পতিবার সকালে কৃষির স্বার্থে সেচপাম্পে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ, তামাক ক্রয় কেন্দ্র থেকে দালাল চক্র উচ্ছেদ, কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা, সরকারি হাসপাতালে ডাক্তারদের উপস্থিতিতে জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম উচ্ছেদের দাবিতে উপজেলা আহবায়ক ইমরান হোসেন ফারুকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে। পরে নির্বাহী কর্মকর্তা আজমুল হকের নিকট স্মারকলিপি পেশ করে দলটি নেতৃবৃন্দ।