ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের সালন্দর উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে বোর্ড কর্তৃপক্ষ বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়ায় ম্যানেজিং কমিটি বিব্রত অবস্থায় পড়েছে। গতকাল বুধবার ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নুরে আলম চৌধুরী তাদের সে অবস্থার কথা তুলে ধরেন। তারা জানান, আপিল এন্ড আর্বিট্রেশন আদালতের রায়ের বিরুদ্ধে প্রয়োজনে হাই কোর্টে রিট করা হবে।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম গত ২০১০ সালের ১৯ জুলাই দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় শীলতাহানী ঘটায়। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কতিপয় কর্মচারী শিক্ষক ছাত্রীকে অশালীন অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ২১ জুলাই তৎকালীন ম্যানেজিং কমিটি সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে চাকুরী হতে সাময়িক ভাবে বরখাস্ত করে। পরবর্তীতে গত বছরের ৬ অক্টোবর ম্যানেজিং কমিটি ওই শিক্ষককে বিদ্যালয় থেকে চূড়ান্ত ভাবে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে এবং বোর্ডের অনুমোদনের জন্য আপিল এন্ড আর্বিট্রেশন আদালতে পাঠায়। গত বছরের ৯ অক্টোবর বিষয়টি আর্বিট্রেশন আদালতে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আর্বিট্রেশন আদালতের বিচারক প্রফেসর মোঃ আলাউদ্দিন মিয়া সাইফুল ইসলামের বরখাস্তকে অবৈধ ঘোষনা করে তাকে বিদ্যালয়ে স্বপদে বহাল রাখতে প্রধান শিক্ষককে নিদের্শ প্রদান করেন। কিন্তু ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা বিদ্যালয়ের স্বার্থে সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে ওই পদে বহাল করতে নারাজ। তারা আরো জানান, ওই শিক্ষককে বিদ্যালয়ে যোগদান করালে বেশ কিছু অভিভাবক তাদের মেয়েদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবে। এ বিষয়ে স্থানীয় অভিভাবকরা গণ আবেদন করে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছে।