পাবনা প্রতিনিধি,২এপ্রিল:
পাবনার চাটমোহরে স্বামী জীবিত থাকলেও ২ জন নারী বিধবা সেজে সরকারি বিধবা ভাতা তুলে নিচ্ছেন বলে অভিযোগের তদন্ত করা হচ্ছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের দারোগ আলীর স্ত্রী হাওয়া কাতুন (৪০) এবং হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামের মোজাহার আলীর স্ত্রী কোমেলা খাতুন (৪৫) প্রতারণার মাধ্যমে এই ঘটনাটি ঘটিয়েছেন। কোমেলা খাতুন হরিপুর ইউনিয়নের বাসিন্দা হলেও ডিবিগ্রাম ইউনিয়নের ভোটার হয়ে সেখান থেকে তিনি নিয়মিত বিধবা ভাতা উত্তোলন করে আসছেন। সংশ্লিষ্ট সুত্রটি জানায়, হাওয়া খাতুনের বিধবা ভাতার বই নং- ১৬২২, পিতা মফিজ উদ্দিন, কোমেলা খাতুনের বই নং- ২০৯২, পিতা চেতন আলী। তারা ভুয়া বিধবা সেজে দীর্ঘদিন যাবত প্রতিমাসে ৩৫০ টাকা সরকারি বিধবা ভাতা তুলে আসছেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা মিললে তাদের কার্ড বাতিল করা হবে। তবে তিনি কবে থেকে তারা এই ভাতা তুলছেন তা জানাতে পারেননি।