তারেক এম. তারিফুজ্জামান,ঢাকা ০১ এপ্রিল
বৃহস্পতিবার মূল্য সংশোধনের পর আজ রবিবার প্রথম কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূচক আবার ৫ হাজার পয়েন্টে ছাড়িয়েছে।তবে লেনদেন বৃহস্পতিবারের চেয়ে কমে গেছে। লেনদেন শুরম্নর প্রথম ৫ মিনিটে সূচক ৪৮ পয়েন্ট বেড়ে যায় এরপর ১৫ মিনিট সূচক নেমে যায়। তারপরে সূচকের উর্ধ্বমূখী লÿ্য করা যায়। যা লেনদেন শেষ অবধি চলে। গত বৃহস্পতিবার যেখানে লেনদেন হয়েছিল ৯৩৩ কোটি টাকা আর সূচক ৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৪৯৯০ তে। এদিকে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) প্রবল আপত্তিতে পরিচালকদের উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণার সময়সীমা আর বাড়ানোর পÿÿ নয় দুই স্টক একচেঞ্জ। শনিবার চট্টগ্রামের ভাটিয়ারি গলফ ক্লাবে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, নুন্যতম শেয়ার ধারণের জন্য আগামী ২২ মে পর্যমত্ম উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার যে সময়সীমা বেধে দেওয়া হয়েছে তা থেকে সরে আসার বিন্দুমাত্র সুযোগ নেই। এ জন্য সময় বাড়ানো হবে না।শেয়ার বাজার থেকে টাকা তুলে নেওয়া পরিচালকদের কোম্পানীর পরিচালনা্ পর্ষদে থাকতে হলে আবার শেয়ার কিনতে হবে বলে তিনি জোর দেন।
আজ বৃহস্পতিবার দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ ডিএসইতে ২৬৭টি কোম্পানী ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৩ টির, দাম কমেছে ৩০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪ টি শেয়ারের দাম। গতদিনের ৪৯৯০ সূচক নিয়ে লেনদেন শুরম্ন হয়। আজ সূচকে আরও ১৩১ পয়েন্ট যোগ হয়ে দিন শেষে সূচক দাঁড়ায় ৫১২২ লেনদেন হয়েছে ৮১৩ কোটি টাকার শেয়ার যা গত দিনের চেয়ে ১২০ কোটি টাকা কম।এদিকে দেশের দুই পূঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) লেনদেনের সময় আধা ঘন্টা কমিয়ে সাড়ে দশটা করার জন্য একমত হয়েছেন। এখন লেনদেন হয় বেলা ১১টা হতে বিকাল ৩ টা পর্যমত্ম। বিনিয়োগকারীদের আপত্তিতে এই সময় নির্ধারণ করা হয় এবং কবে নাগাদ এই সময় সূচিতে লেনদেন হবে তা কয়েকদিনের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপÿ।