কালিয়াকৈর(গাজীপুর)থেকে বিশেষ প্রতিনিধি:১এপ্রিলঃ
গাজীপুরের কালিয়াকৈর্উপজেলার মাটিকাটা রেল ক্রসিং এলাকায় শনিবার গভীর রাতে একটি ডায়িং কারখানার দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতি কাজে বাধা দিতে গেলে ৫ নিরাপত্তা কর্মী আহত হয়।কারখানা সুত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে ২০/২৫ জনের স্বশস্ত্রএকদল ডাকাত মাটিকাটা রেল ক্রসিং এলাকার কেসেন্ডা ইয়াং ডায়িং কারখানার বাউন্ডারী ওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে। কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিতে গেলে তার বেধরক মারপিট করতে থাকে। এক পর্যায়ে ৫ নিরাপত্তা কর্মীকে হাত-পা বেধে কারখানার এক পাশে ফেলে রাখে। পরে কারখানার মুল ভবনের ভিতরে প্রবেশ করে কারখানার মুল্যবান ক্যাবল, দুই হাজার পাউন্ড সুতা, জেনারেটর ব্যাটারী, নগদ টাকা ২৫ লÿাধিক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। আহত নিরাপত্তা কর্মী শাহজাহান মিয়া(৫০), আহাম্মদ আলী(৪৫),মানিক মিয়া (৪০) ও কেয়ারটেকার হেদায়েতুল ইসলাম(৪৫) কে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান জানান, ডাকাত দল কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেধে রেখে কারখানার ২৫ লÿাধিক টাকার মালামাল লুটে ট্রাকে ভর্তি করে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীদের আর্তণচিৎকারে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হবে।