মু.দি.আলম- মিরসরাই(চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের পূর্ব কাটাছরা গ্রামের মাচ্ছাপুকুর এলাকায় মোহাম্মদ আলী মুহুরী বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ জানান, বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলী মুহুরী বাড়ীতে জমির উদ্দিনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে আগুনে পার্শ্ববর্তী আজিজুল হক, ইব্রাহিম, মুসা মিয়া, সিরাজ উদ্দিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষনিক এলাকাবাসী এগিয়ে এলে সামান্য জিনিসপত্র উদ্ধার করলেও নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র মূল্যবান সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ তাৎক্ষণিক দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ও জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ক্ষতিগ্রস্থহ পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ অনুদান দেন।