মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলার সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে এ বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্ত্বে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও মেহেরে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া পিন্টু, ইউপি সদস্য সাহাব উদ্দিন কোম্পানী, বারইয়ারহাট কলেজের সাবেক জিএস হাসান মাহমুদ হেঞ্জু, মাষ্টার সাহাদাৎ হোসেন, অসীম কুমার দে, হারেছ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে গরীব মেধাবী শিক্ষার্থীরে নগদ টাকা ও সনদপত্র বিতরণ করা হয়।














